আপনজন ডেস্ক: একজন মুসলিম সাংসদকে সন্ত্রাসী বলে অভিহিত করে অপমানসূচক ব্যবহারের তীব্র নিন্দা করলেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি বলে, এটি দেশের গণতান্ত্রিক ইতিহাসে প্রথম লজ্জাজনক ঘটনা। তিনি আজ এক বিবৃতিতে বলেন, সংসদে ক্ষমতাসীন দলের একজন সদস্য একজন মুসলিম সংসদ সদস্যের প্রতি অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন। এমনকি তাকে সন্ত্রাসী, কাটোয়া, মোল্লা বলেছেন। এটি লজ্জাজনক এবং গণতন্ত্রের জন্য কলঙ্কজনক। তিনি বলেন, এর আগেও অনেক বিষয়ে সংসদে অত্যন্ত উত্তপ্ত ও তিক্ত বিতর্ক হয়েছে। কিন্তু অন্য কোনো সদস্য নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে এমন অশুদ্ধ ও অগণতান্ত্রিক শব্দ ব্যবহার করেননি। মাওলানা মাদানী বলেন, যা ঘটেছে তা দেখে বলা যায় এটা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষের উচ্চতা, যা এখন গণতন্ত্রের ঘরে পৌঁছেছে। আশ্চর্য ও পরিতাপের বিষয় যে, ওই সদস্য যখন এমন অশুদ্ধ ও অসংসদীয় ভাষায় কথা বলছিলেন, তখন ক্ষমতাসীন দলের কোনো সদস্য তাকে বাধা দেননি। তিনি আরও বলেন, এটি বিদ্বেষ ভাষণ নয়, তার চেয়েও বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct