আপনজন ডেস্ক: ১২দিনের বিদেশ সফর শেষে শনিবার কলকাতায় ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরলেন। সন্ধ্যায় শহরে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পোস্ট করে জানান, তার সফর ইতিবাচক। বড় বড় চুক্তি হয়েছে আপনারা জানেন। খুব ভালো বৈঠক হয়েছে। ফিকি ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বৈঠকগুলোর আয়োজন করেছিল। এত সফল আলোচনা তিনি খুব কম দেখেছেন। প্রবাসী বাঙালিরা এই মিটিং নিয়ে খুব খুশি। এই সফরে তিনি স্পেন ভিন্ন শিল্প সংস্থা সহ ফুটবল সংস্থা লা লিগার সঙ্গে বৈঠক করেন। স্পেনের রাজধানী মাদ্রিদ ও বার্সোলোনায় যেমন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দেন তেমনি দুবাইয়েও লুলু গোষ্ঠীর কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করেন যেখানে আরব আমিরাতের বিদেশ মন্ত্রী হাজির ছিলেন। স্পেনের লা লিগা যেমন কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে ফুটবল অ্যাকাডেমি গড়তে চেয়েছে তেমনি লুলু গোষ্ঠী নিউটাউনে বিশ্বমানের শপিং করার কথা জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct