জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: শুক্রবার পুরুলিয়ার ঝালদা ১ নং ব্লকের মিটিং হলে দুয়ারে ডাক্তার শিবির পরিদর্শনে এলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। এবিষয়ে বিধায়ক সুশান্ত মাহাতো জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ এই নতুন প্রকল্প নিয়ে মানুষ কতটা সচেতন তারা এই কর্মসূচির সুবিধা পাচ্ছে কি না এই বিষয়ে জানার জন্য ঝালদা ব্লকের মিটিং হলে উপস্থিত হয়েছিলাম দুয়ারে ডাক্তার শিবিরে। শিবিরে মানুষের ভালোই সাড়া পাওয়া গিয়েছে। তিনি আরও বলেন রাজ্যের নতুন প্রকল্প দুয়ারে ডাক্তার শিবির প্রশংসনীয়। অন্যদিকে হাতের কাছে চিকৎিসা ব্যবস্থা পেয়ে খুশি রুগী তথা রুগীর আত্মীয়রা। স্বাস্থ্য কর্মী অভয় মাহাতো জানান,আজকে ৩৯০ জন বিভিন্ন বিভাগে চিকিৎসা করান। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক,ঝালদা ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা : দেবাশীষ মন্ডল , ঝালদা ১ নং ব্লক সহকারী সমষ্টি উন্নয়ণ আধিকারিক হেমন্ত পরামানিক সহ অন্যান্য ব্লক ও স্বাস্থ্য আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct