সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে তৃণমূল কংগ্রেসের ৭জন কর্মী খুনের স্মরণে কেশপুরের পিয়াশালা গ্রামে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হলো। এদিনের স্মরণসভাতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত, কেশপুর ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ পাঁজা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম ত্রিপাঠি, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই সহ একাধিক নেতৃত্ব।কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঞ্জা এদিন শহীদ মঞ্চ থেকে শহীদদের স্মরণ করে বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে থেকে আগামীতে পার্টিকে আরো শক্তিশালী করব ও তৃণমূল কংগ্রেসের সমস্ত শহীদদের প্রতি সমবেদনা জানাব।প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী অজয় আচার্য, নবকুমারলাহা, স্বপন সিং, শেখ জালালউদ্দিন, সেক দিলওয়াল, শুকুর আলি, শেখ তাজ মহম্মদ তৃণমূল কংগ্রেস কর্মীকে ২০০২ সালের ২২ শে সেপ্টেম্বর নৃশংসভাবে খুন করে সিপিএম নেতা সুশান্ত ঘোষ ও তার হার্মাদবাহিনী, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আরো অভিযোগ, খুন করে গড়বেতা তিন নম্বর ব্লকের বেনাচাপড়া দাসের বাঁধে মাটিচাপা দিয়ে রেখে দিয়েছিলো। ২০১১ সালের জুন মাসে দাসের বাঁধ থেকে মাটি খুঁড়ে প্রচুর হাড়গোড় উদ্ধার হয়। ২০১১সালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ৯ জনের স্মৃতির উদ্দেশ্যে পিয়াশালা গ্রামে শহীদ বেদী তৈরি করা হয়। সেই দিন থেকে প্রতিবছর ২২ শে সেপ্টেম্বর শহীদদের শ্রদ্ধা জানাতে পিয়াসালা গ্রামে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct