মোমিন আলি লস্কর, জয়নগর, আপনজন: বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ও সুন্দরবন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল এবং জয়নগর কুলতলি প্রেস ক্লাবের সম্পাদক অভিজ্ঞান নস্করের উপস্থিতিতে মাতলা নদীর চরে অরণ্য রোপণ করা হয়। অরন্য রোপন সমাপ্ত করে জয়নগর কুলতলি প্রেসক্লাবের সম্পাদক ও বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল উপস্থিতে কুলতলি জয়নগর গ্রামীণ হসপিটালে রুগীদের হাতে কিছু ফল-মুল তুলে দিলেন এই ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, বারুইপুর পৌরসভার কাউন্সিলর সুভাষ রায় চৌধুরী, কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, নিমপীঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী সদানন্দ জি, সাংবাদিক তমাল সরকার, রাজু মুখার্জী, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাবলু হাসান, কুলতলী থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকার,মৈপিঠ কোস্টাল থানার ওসি স্বপন বিশ্বাস, কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী। এছাড়াও ছিলেন পুলিশ আধিকারিকরাও। এরপর জয়নগর বৈদ্য কমপ্রেস প্রথম উৎদ্বধনী সঙ্গীত দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত হয়। বিশিষ্টজনদের সংবদ্ধনা মধ্য দিয়ে একে একে অনুষ্টান আরম্ভ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর ব্লকে বিডিও সত্যজিৎ বিশ্বাস, জয়নগর থানার ভারপ্রাপ্ত আই সি রাকেশ চ্যাটার্জি জয়নগর সি আই ।, কৃষ্ণেন্দু ঘোষ সহ একাধিক বিশিষ্ট সমাজসেবিক ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct