আপনজন ডেস্ক: মার্কিন সামরিক ঘাঁটিতে তল্লাশি অভিযান পরিচালনা করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ১৭ মার্কিন সেনা ও পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে গাঁজা পাচার ও সেবনের অভিযোগ রয়েছে।সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়ায় বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রেসে চালানো হয় এই অভিযান। এ সময় একজন ফিলিপিনো ও একজন দক্ষিণ কোরীয়কে গ্রেফতার করা হয়েছে। ২২ সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা পর্যালোচনা করছেন প্রসিকিউটর। দক্ষিণ কোরিয়ার পুলিশ ও মার্কিন সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন যৌথভাবে তল্লাশি চালিয়েছে। এই অভিযানে ২২ সন্দেহভাজনের কাছ থেকে ৭৭ গ্রাম গাঁজা, ভ্যাঁপের জন্য ব্যবহৃত ৪ কেজি ‘মিশ্র তরল’ ও নগদ ১২ হাজার ৮৫০ ডলার উদ্ধার করা হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটিই মার্কিন সেনাদের এমন কর্মকাণ্ডে জড়িত থাকার বড় অভিযোগ। পুলিশ জানিয়েছে, পাঁচ সেনা সদস্যসহ সাতজনকে মাদক বিক্রিতে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ১২ জন এই মাদক সেবনকারী এবং ৩ জন মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করতেন। এক সেনা সদস্যের স্ত্রী ও অপর একজনের বাগদত্তাও এর সঙ্গে জড়িত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct