আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: একদিকে আদালতের ভগ্নদশা, অন্যদিকে দালাল চক্রে ভরে গিয়েছে আদালত চত্বর। নেই শৌচাগার, নেই বসার জায়গা, এই ধরনের একাধিক দাবি নিয়ে পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশনের ডাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বৃহস্পতিবার নদীয়ার, রানাঘাটের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ল ক্লাক এসোসিয়েশনের কর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরেছেন কিন্তু আজ পর্যন্ত তার কোন সুরোহা হয়নি। এর আগেও একাধিক বার তারা আদালত চত্বরে কর্মবিরতি রেখে অবস্থান বিক্ষোভ করেছেন, তাতেও টনক নড়েনি উদ্ধতন কর্তৃপক্ষদের। অভিযোগ তাদের কর্মীদের সংখ্যাটা দিন দিন বাড়ছে কিন্তু পরি কাঠামো ঠিক নেই আদালতে। তারা বসে যে কাজ করবেন সেই ব্যবস্থা নেই, এছাড়াও নেই শৌচাগার। অন্যদিকে গোটা আদালত চত্বরে ভরে গিয়েছে দালাল চক্রে, এভাবে বেশি দিন চলতে থাকলে আগামী দিন ভয়াবহ রূপ নেবে তাদের কর্মসংস্থানের। তাই একাধিক বার জানিয়েও লাভ না হওয়ায় অবশেষে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তবে বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে বিক্ষোভকারীদের করা হুঁশিয়ারি, তাদের দীর্ঘদিনের এই সমস্যা গুলি যদি সমাধান না হয় তাহলে আগামী দিনে বড়সড়ো আন্দোলনের পথ বেছে নেবেন তারা। যদিও রানাঘাটের পাশাপাশি নদীয়ার নবদ্বীপ, তেহট্ট কৃষ্ণনগর সহ কল্যাণীতেও একইভাবে প্রতিবাদে সরব হন পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশনের কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct