নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া, আপনজন: বিধায়কের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগে তোলপাড়া ভাটপাড়া।জানা যায়, চলতি মাসের ১২ তারিখ ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে তার নামে খোলা একটি ফেক ফেসবুক একাউন্টের ছবি পোস্ট করেন। যেখানে পরিষ্কারভাবে ফেক অ্যাকাউন্ট থেকে মানুষের কাছ থেকে টাকা চাওয়ার ছবি দেখা যাচ্ছে। গোটা ঘটনাটি বিধায়ক পবন সিং এর নজরে আসার পরেই ১৩ই সেপ্টেম্বর জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।যদিও তিনি বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকলেও তার অনুগামীরা গোটা ভাটপাড়া অঞ্চল জুড়ে সকলকে সাবধান থাকার প্রচার করেন। যদিও ১ সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশের তরফ কোন সেরকম কোন সদুত্তর পাওয়া যায়নি বলেই মনে করেন বিধায়ক।তিনি বলেন সকলকে সচেতন করতে চাই এই ফেক অ্যাকাউন্ট বিষয় নিয়ে। থানার আধিকারিকের সাথে কথা হয়েছে। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। সাইবার ক্রাইম এই ঘটনা তদন্ত শুরু করেছে। কে বা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদের এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct