আপনজন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর ওয়েবসাইট হ্যাক হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ওয়েবসাইট হ্যাকের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আদালত সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ওয়েবসাইটটির সংরক্ষণাগারের তথ্য এলোমেলো হয়ে গেছে এবং অনেক তথ্য খোয়া গেছে। খোয়া যাওয়া সব তথ্যই বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার। এই মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে নথিভুক্ত করা হয়েছিলো।হ্যাকিংয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি আইসিসি। যেসব তথ্য খোয়া গেছে সেগুলো বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে যোগাড়ও করা যাচ্ছে না। কারণ মঙ্গলবার থেকে এখন পর্যন্ত অকার্যকর হয়ে আছে আইসিসি’র ইন্টারনেট সংযোগ।নরওয়ের হেগ শহরে অবস্থিত আইসিসি’র সদর দফতর। সম্প্রতি ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্যাপক আলোচনায় আসে আইসিসি।এদিকে হ্যাকিংয়ে কোনো চলমান মামলার আসামি পক্ষের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এখনো কোনো পক্ষই এই হ্যাকিংয়ের দায় স্বীকার করেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct