নিজস্ব প্রতিনিধি, কাঁকিনাড়া, আপনজন: বদ্ধ ঘরের মধ্যে স্কুলের নাটকের মহড়া চলাকালীন অসুস্থ ষষ্ঠ শ্রেণির চার ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়া রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে। এই মুহূর্তে অসুস্থ ছাত্রীরা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।স্কুলে নাটকের প্রস্তুতি নেওয়ার সময় অসুস্থ হয় ৪ পড়ুয়া। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে ভাটপাড়ার রাজলক্ষ্মী গার্লস হাইস্কুলে। জানা গিয়েছে, ওই স্কুলের একটি শ্রেণিকক্ষে আজ নাটকের প্রস্তুতি নিচ্ছিলো পড়ুয়ারা। সেই সময়ই আচমকা দমবন্ধ কর পরিস্থিতি তৈরি হলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই পড়ুয়ারা। খবর পেয়েই স্কুল ছুটে আসে অভিভাবকরাও। তারাই ওই পড়ুয়াদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং।তিনি বলেন , আমি সংবাদমাধ্যমে এই খবর শুনে এসেছি। আগামী সোমবার আমি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাবো। যদিও অভিভাবকরা জানিয়েছেন, স্কুল পড়ুয়ারা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসায় জন্য এলেও স্কুল কর্তৃপক্ষের তরফে কেউ তাদের সাথে আসে নি। এ নিয়ে তারা ক্ষোভ উগরে দেন। কি করে একটি বদ্ধ ঘরে স্কুলের ছাত্রীরা নাটকের মহড়া দিচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct