নাজিম আক্তার, চাঁচল, আপনজন: চাঁচলে ৮১ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, কার্যত মৃত্যু ফাঁদে পরিণত। উল্টো যাচ্ছে টোটো, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আজ সকালে রাস্তা বেহাল থাকার উল্টে যায় একটি যাত্রী বোঝাই টোটো, গুরুতরভাবে জখমণ টোটো থাকা যাত্রীরা। একাধিকবার প্রশাসনকে জানিয়ে হয়নি কোন সুরাহা, এই জাতীয় সড়ক দিয়েই যাচ্ছেন চাঁচল মহকুমা শাসক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা কিন্তু কেউ কোন পদক্ষেপ গ্রহণ করছে না। পুজোর আগে রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেন শহরবাসী। রাস্তা তো নয় যেন মরণফাঁদ। দীর্ঘদিন ধরেই বেহাল দশা জাতীয় সড়কের। একাধিক বার সংস্কারের দাবি তুলেছে এলাকাবাসী।কিন্তু তারপরেও হেলদোল নেই প্রশাসনের। কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন।চাঁচলে রাণী কামাত থেকে চাঁচল সদর হয়ে পাহাড়পুর পর্যন্ত ৮১ নং জাতীয় সড়কের প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে একাধিক জায়গায় রাস্তা ভেঙে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।আর সেই বেহাল রাস্তা দিয়ে কার্যত জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করছে হাজার হাজার মানুষ। বাইক বা টোটো উল্টে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একাধিকবার জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত হয়নি সংস্কার। নিম্নচাপের জেরে বুধবার চাঁচল এলাকা জুড়ে সারাদিন বৃষ্টি হয়।আর সেই বৃষ্টির ফলে জাতীয় সড়কের ভাঙ্গা অংশে জমেছে জল। সেখানেই যাতায়াত করতে গিয়ে চাঁচল রানী বিদ্যালয়ের সামনে বুধবার দুপুরে একটি টোটো উল্টে যায়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct