আপনজন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় পুনরায় স্বস্তি পেলেন তৃণমূল কংেগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টের (ইসিআইআর) ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। শুক্রবার এই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির মাধ্যমে অভিষেকের নাম উঠে আসার পর ময়দানে নামে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।সেই নিয়োগ মামলায় গ্রেফতারি এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ইসিআইআর খারিজের আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। ওই মামলার সঙ্গে লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির অফিসে ইডির তল্লাশির বিষয়টিও তিনি নজরে আনে। এই মামলায় শুক্রবার অভিষেককে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্ট বলেছে, গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্ররসঙ্গে যোগসূত্র ছাড়া অভিষেকের বিরুদ্ধে আরও কোনও তথ্যপ্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি ইডি। তাই এ নিয়ে এখন কোনও নির্দেশ দেবে না কোর্ট।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct