আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবাইয়ে প্রখ্যাত শিল্পগোষ্ঠী লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলির সঙ্গে বৈঠক ছাড়াও শুক্রবার সেখানে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে অংশ নেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৩-এ লুলু গোষ্ঠীর চেয়ারম্যান ইউসুফ আলি ও তার দলকেও আমন্ত্রণ জানানো হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বেঙ্গল গ্লোবাল সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ডঃ থানি বিন আহমেদ আল জাইদি। এই বাণিজ্য সম্মলনে বিশিষ্ট ব্যক্তিরা পশ্চিমবঙ্গ থেকে সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্য সম্পর্ক এবং রফতানি বাড়ানোর পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশেষভাবে আলোচনা হয় সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ডঃ থানি বিন আহমেদ আল জাইদির।
মুখ্যমন্ত্রী এদিনের সম্মেলনে উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গের মোট পণ্য রফতানির প্রায় ১২% সংযুক্ত আরব আমিরাতে যায়।
তিনি আমিরাতের মন্ত্রীকে অবহিত করেন বাংলা ভারতের শীর্ষ এবং দ্রুতবর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি এবং বাংলার জিডিপি ২০২৩-২৪ সালে ২১২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
২০২৩ সালের ২১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত বিজিবিএস সামিটে অংশীদার দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত।
অন্যদিকে, বেঙ্গল বিজনেস সামিটের আগে মুখ্যমন্ত্রী প্রখ্যাত লুলু শিল্পগোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলি ও তার দলের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন। মুখ্যমন্ত্রী বাংলায় বহুজাতিক গোষ্ঠীর আগ্রহ ও বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করেন। ওই্ বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আশরাফ আলি নিউটাউনে বিশ্বমানের লুলু শপিং মল স্থাপনের প্রতিশ্রুতি দেন। এই বৈঠকে দুজনেই সম্পৃক্ততা ওবিনিয়োগের বেশ কয়েকটি সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল, কলকাতার নিউটাউনে একটি বিশ্বমানের শপিং মল স্থাপন, বিশ্বব্যাপী তাদের শপিংমলে বিশ্ববাংলা পণ্যের খুচরা বিক্রয় বা কাউন্টার স্থাপন, বাংলা থেকে তাদের সমস্ত দোকানের জন্য ফল ও শাকসবজি সংগ্রহ এবং খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের জন্য ব্যাক-লিঙ্কেজ প্রভৃত।ি এচাড়া লুলু গোষ্ঠী মাছ প্রক্রিয়াজাতকরণ, হাঁস-মুরগি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণেও গভীর আগ্রহ প্রকাশ করেছে। লুলু গোষ্ঠী রাজ্যের দক্ষতা উন্নয়ন প্রকল্পগুলিতেও আগ্রহ দেখায়। সংযুক্ত আরব আমিরাত, ভারত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় লুলু গ্রুপের ২৩৪ টি শপিং মল সহ খুচরো বিপণি রয়েছে।
তবে, ইতিমধ্যে ভারতে পাঁচটি লুলু শপিং মল চালু রয়েছে। ভারতে প্রথম শপিং মল খোলে কেরলের কোচি শহরে। এছাড়া লুলু গোষ্ঠীর শপিং মল রয়েছে উত্তরপ্রদেশের লখনউ, বেঙ্গালুরু, তিরুঅনন্তপুরম ও ত্রিচুরে। আগামী ২৭ সেপ্টেম্বর হায়দরাবাদে তাদের নতুন শপিং মলের উদ্বেধন হবে। এছাড়া লুলু গোষ্ঠীর গুজরাতের আহমদাবাদ শহরে খুলতে চলেছে।
কিছুদিন আগে এ ব্যাপারে লুলু গোষ্ঠীর চেয়ারম্যান ইউসুফ আলি জানিয়েছিলেন, ভারতের ১২টি শপিং মল স্থাপেনর পরিকল্পনা রয়েছে, যেখানে ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। লক্ষ্য ভারতে ৫০,০০০ কর্মসংস্থানের ব্যবস্থা করা।
প্রসঙ্গত, ইউসুফ আরবের বহুজাতিক সংস্থার প্রধান হলেও আদতে ভারতীয়। কেরলের ত্রিশূরের মুসলিম পরিবারে জন্ম। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা। তবে পড়াশোনা শেষ করে তিনি ভারতে থাকেননি। ১৯৭৩ সালে পেশার তাগিদে চলে গিয়েছিলেন আবুধাবিতে। ১৯৯০ সালে তাঁর প্রথম হাইপারমার্কেট স্টোর চালু করেন তিনি। অনাবাসী ভারতীয় ইউসুফ আলিকে তার সাফল্যের জন্য ভারত সরকার পদ্মশ্রী দিয়েছিল ২০০৮ সালে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct