নিজস্ব প্রতিবেদক, আমডাঙ্গা: উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে সম্প্রতি আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্পের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের শিক্ষক নেতার বিরুদ্ধে । সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক বিশিষ্ট শিক্ষক নুরুল হকের দাবি, বাড়ির পাশে ফাঁকা জায়গা পড়ে থাকা সত্ত্বেও বাড়ির সামনে চক্রান্ত করে আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্প গড়ে তোলা হচ্ছে ।
এলাকাবাসীর অভিযোগ নিয়ে শিক্ষক নেতা নুরুল হক বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ করে এলাকার বেশ কয়েকজন বিরোধীদের মদতে আমাকে কালিমা লিপ্ত করার চক্রান্ত চালাচ্ছে, আমার বাড়ির সামনে আর্সেনিকমুক্ত পানীয় জলের কল বসছে, স্বাগত জানাই, এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার মানসিকতা আমার কোনদিনই ছিল না এবং থাকবেও না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে চলি, বিভিন্ন ক্ষেত্রে জনকল্যাণে সর্বদা সেবামূলক কাজ আমরা করে থাকি । তবে আমার বাড়ির সামনে যেভাবে কাজটা হচ্ছে সেটি প্রতিবেশী তোজাম্মেল হকের বাড়ির সামনে ফাঁকা চার শতক জায়গায় হওয়ার কথা । সেখানেও আমাদের জায়গা রয়েছে সেখানে হলে কোন আপত্তি নেই তবে আমার বাড়ির সামনে চক্রান্ত করে যাতায়াতের সমস্যা সৃষ্টি করার জন্যেই এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে । তাই আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি’ বলে মন্তব্য করেন নুরুল । স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের বহু মানুষ নুরুলের পাশেই রয়েছেন, তাদের দাবি আমডাঙ্গা এলাকার জনপ্রিয় শিক্ষক ও সমাজসেবী হিসাবে পরিচিত নুরুল সাহেবকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct