জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা এলাকার ঝালদা ১ নম্বর ব্লকের মাঠারী খামার অঞ্চলের খামার থেকে বাঘমুন্ডি যাওয়ার পথে দাতিয়া হুরলুং গ্রামের সামনে পিসিসি রাস্তায় ধস। ফলে চরম বিপাকে পড়তে হয়েছে গ্রামবাসী থেকে শুরু করে যানবাহন ও পথ চলিত মানুষজনকে। বুধবার সন্ধ্যায় এমনই চিত্র দেখা গেল খামার থেকে বাঘমুন্ডি যাওয়ার পথে। গ্রামবাসী ও পথ চলিত মানুষজনদের মধ্যে মধুসুধন মাহাতো, গোবিন্দ মাহাতো প্রমুখরা জানান,এই রাস্তা দিয়ে দৈনন্দিন বহু মানুষের যাতায়াত হয়। এছাড়াও এই রাস্তা দিয়ে আমাদের বাঘমুন্ডি থেকে শুরু করে ঝালদা যাওয়ার একটি পথ। ঘুর পথে যেতে হলে বাঘমুন্ডি ও ঝালদা অনেক দূর হয়। কিন্তু বর্ষায় হটাৎ করে পিসিসি রাস্তায় ধস নেমে যাওয়ায় এখন আমাদের সমস্যায় পড়তে হয়েছে। গ্রামে কারো কোন অসুবিধা হলে অ্যাম্বুলেন্স আসতে পারছে না গ্রামে রাস্তায় ধস নেমে যাওয়ার কারণে। যার ফলে দোলা করে হয়তো রুগীকে নিয়ে যেতে হবে স্বাস্থ্য কেন্দ্রে। এই ধসের ফলে রাতের অন্ধকারে যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা থেকেই যাচ্ছে।
এবিষয়ে মাঠারী খামার গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রেখা মাহাতো জানান,বেশ কয়েকদিন হয়ে গেছে রাস্তায় ধস নেমে যাওয়া। ফলে এলাকার সর্বস্তরের মানুষজনদের যাতায়াত থেকে শুরু করে জরুরী পরিষেবা গুলো ব্যহত হয়েছে। অতি শীঘ্রই তিনি রাস্তা মেরামত করার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct