অমরজিত সিংহ রায়, বালুরঘাট: পঞ্চায়েত নির্বাচন মিটেছে রাজ্যে। তার পরই শুরু হয়ে গিয়েছে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি। বছর ঘুরলেই লোকসভা ভোট। তারই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রশাসনের তরফে প্রস্তুতি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে মূলত ইলেকশন ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল সম্পর্কিত বিষয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক গোপাল বিশ্বাস, গঙ্গারামপুর ব্লক ইনফরমেশন অফিসার সজল কুন্ডু, সিনিয়র ডেটা এন্ট্রি অপারেটর অন্তিম চক্রবর্তী প্রমুখ। মূলত ডব্লিউবিইএমএমএস পোর্টালে কিভাবে অফিস ও কর্মীদের তথ্য আপডেশন করা হবে অর্থাৎ
রেজিস্ট্রেশন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নাম নথিভুক্তকরণ, নাম বাদ দেওয়া, অর্থাৎ ট্রান্সফার ইন, ট্রান্সফার আউট, কর্মীদের সম্পর্কিত তথ্য আপডেশন ইত্যাদি যাবতীয় বিষয়গুলি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন উপস্থিত রিসোর্স পার্সনেরা। এ বিষয়ে ওসি ইলেকশন পার্থ সরকার জানান, “এটি সেই অর্থে কোন প্রশিক্ষণ নয়। মূলত বিভিন্ন সরকারি দপ্তরের কর্ণধারদের পিপিএমএস পোর্টালে রেজিস্ট্রেশন ও অ্যাপ্রুভাল প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য বলা হয়েছে। এই প্রক্রিয়াটি আগামী ২৫ তারিখের মধ্যে সম্পন্ন করবার বিষয় বলা হয়েছে।এ বিষয়ে গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক গোপাল বিশ্বাস জানান, “পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয়গুলি প্রজেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। কাঅন্যদিকে, এ বিষয়ে গঙ্গাপুর ব্লকের জযেন্ট বিডিও সৈয়দ মোকসুদুর আহমেদ চৌধুরী জানান, “পোর্টালে রেজিস্ট্রেশন ও অ্যাপ্রুভাল প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য শীর্ষ পদে থাকা ব্যক্তিদের উপস্থিত থাকবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct