মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর: পুলিশের হেফাজতে থাকা অবৈধ মজুত বালি নিলামে বিক্রি করল প্রশাসন। রামপুরহাট আদালতের নির্দেশে বৃহস্পতিবার নলহাটি থানার পুলিশ এবং নলহাটি ২ নম্বর ব্লক ভূমি আধিকারিক তাদের উপস্থিতিতে ৩ লক্ষ ৯৮ হাজার ৯৬০ টাকা নিলামের সর্বোচ্চ দামে মজুত বালি ডাকে কিনে নেন শীতলগ্রাম এলাকার এক ব্যক্তি।
ভূমি দপ্তর সূত্রে জানা গেছে, শীতলগ্রামের কুন্দপাড়ায় প্রায় ৩৯ হাজার মেট্রিক টন অবৈধ্য বালি মজুত ছিল। উল্লেখ্য আজ থেকে প্রায় দু বছর আগে নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম এলাকার বলরামপুর গ্রামের ব্রহ্মানী নদীর চর থেকে অবৈধ্য ভাবে বালি তুলে কুন্দপাড়ায় মজুত করে রাখছিল এক ব্যবসায়ী। খবর পেয়ে মজুত বালি প্রশাসনের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয়। শোনা যাচ্ছে, তৎকালীন শাসক দলের এক ব্লক সভাপতির কাকার ছেলে নদীতে থাকা বালি তুলে বিক্রির জন্য মজুত করছিলেন। কিন্তু প্রশাসনের কড়া পদ ক্ষেপে মজুত বালি আটকে যায়। প্রায় দীর্ঘ দু’বছর আদালতে মামলা চলার পর প্রশাসনের পক্ষ থেকে মজুত বালি নিলামে বিক্রি হল বলে প্রশাসনের এক সূত্র মারফত জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct