আপনজন ডেস্ক: আজারবাইজানের সন্ত্রাসবিরোধী অভিযানে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের কমপক্ষে ২০০ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শতাধিক। বুধবার দিনভর আজারবাইজানের সামরিক অভিযানে নাগোর্নো-কারাবাখের এসব মানুষ নিহত হন। নাগোর্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী এক কর্মকর্তা গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন। গেঘাম স্টেপানিয়ান নামের ওই কর্মকর্তা বলেন, কারাবাখ অঞ্চলে অন্তত ২০০ জন নিহত এবং আহত হয়েছেন চারশরও বেশি মানুষ। নিহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক ছিল। তাদের মধ্যে পাঁচজনই শিশু। এখন পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আজারবাইজান। এদিন সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, তাদের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন।
উল্লেখ্য, নাগোর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটি নিয়ে বহু বছর ধরে সংঘাত চলছে।
নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এখন পর্যন্ত দুটি যুদ্ধ করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রথম যুদ্ধ হয় ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। সবশেষ যুদ্ধ হয় ২০২০ সালে। সংক্ষিপ্ত অথচ রক্তক্ষয়ী সেই যুদ্ধ শেষ হলেও দ্বন্দ্বের অবসান হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct