সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূম জেলার মহম্মদ বাজার এলাকায় দেউচা-পাচামী প্রস্তাবিত কয়লা খনির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যাকেজ ঘোষণা করেছেন। সেই মোতাবেক উক্ত এলাকায় জমি দাতাদের চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়েছে । অনুরূপ আজ বীরভূম জেলা শাসক বিধান রায় ১১ জনের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন এক অনুষ্ঠানের মাধ্যমে। জেলাশাসক জানান মুখ্যমন্ত্রীর মানবিক প্যাকেজ ঘোষণা অনুযায়ী প্রস্তাবিত দেউচা- পাচামী কয়লা খনির জন্য যারা সহমত পোষণ করে জমি দিয়েছেন তাদের জন্য বিঘা প্রতি জমির মূল্য ১৩ লাখ টাকা ধার্য্য করা হয়েছে।এবং তাদের মনোনীত পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা। সেই প্যাকেজের ঘোষনা অনুযায়ী এলাকার আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়ের লোকজন নিজেরাই এগিয়ে এসেছেন এবং জমি দিয়েছেন। এখানে কয়লা খনির দায়িত্বে রয়েছে পিডিসিএল নামক সংস্থা।তাদের হয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদ উক্ত জমিগুলো কিনেছেন। সেই পরিপ্রেক্ষিতে জমিদাতাদের পরিবারের লোকজন জুনিয়র কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। পরবর্তীতে জমিদাতাদের পরিবারের মধ্যে জুনিয়র কনস্টেবল পদের ক্ষেত্রে দেখা গেছে উচ্চতা, পরিমাপ বা শিক্ষাগত যোগ্যতা তথা শারীরিক গঠন কম ছিল এজন্য নিয়োগ পত্র আটকে ছিল। পরবর্তীতে সেটা আলোচনা মাফিক তাদের দাবি আবদার মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয় সেটা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং সেই মোতাবেক এলাকাবাসীদের তথা জমিদাতাদের চতুর্থ শ্রেণীর চাকরির পদে কাজের জন্য মঞ্জুর করেছেন। সেই অনুযায়ী আজ ১১ জনের হাতে চতুর্থ শ্রেণীর পদে চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়।বাকি আরো ২৫ জনের ভেরিফিকেশন চলছে। এ পর্যন্ত ডেউচা- পাচামী প্রস্তাবিত কয়লা খনির জন্য জমিদাতাদের মধ্যে প্রায় এক হাজারেরও বেশি লোক চাকরিতে যোগদান করেছে। বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct