শামিম মোল্যা, বসিরহাট: টাকি পৌরসভায় একাধিক দুর্নীতি সরকারি সম্পত্তির লিস্টের টাকা অনাদায় ও ১১ দফা দাবিতে বৃহস্পতিবার পূর্ব ঘোষণা অনুযায়ী টাকি পৌরসভায় সিপিআইএমের ডেপুটেশন। জানা যায় বিগত কয়েক মাস ধরেই টাকি পৌরসভার লাগাতার অচল অবস্থা চলছে। এই নিয়েই কখনো বিধানসভায় কখনো বা পৌরসভায় আলোচনা করেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। একে অপরের প্রতি অভিযোগ নিয়েই জেলা ও রাজ্য কমিটির কে জানিও সুরাও হয়নি বলে অভিযোগ বেশ কিছু কাউন্সিলরদের মধ্যে। তবে আজ সিপিআইএমের অভিযোগ টাকি এই ঐতিহ্যবাহী পৌরসভায় একাধিক দুর্নীতি অভিযোগ তুলে টাকি পৌরসভার গেটে ফেস্টুন ব্যানার টানিয়ে কর্মী সমর্থকরা পৌরসভার একাধিক বেনিয়মের কথা তুলে ধরেন। দিনের পর দিন টাকির পরিবেশ খারাপ হচ্ছে, রাতের অন্ধকারে দুষ্কৃতী দৌরত্ব বেড়েছে ইছামতি পাড় বরাবর, এছাড়াও টাকি পৌরসভার একাধিক সরকারি প্রকল্পের কাজ সরকারি নিয়মে চলছে না এই অভিযোগ তোলে। বক্তব্য রাখতে গিয়ে জেলা কমিটির সদস্য রাজু আহমেদ জানান টাকি পৌরসভা বহু পুরাতন। এই পৌরসভার পাশ দিয়েই ইছামতি নদী বয়ে যাওয়ায় এপার বাংলার ওপার বাংলার সৌন্দর্য উপভোগ করতে বহু দূর দূরান্ত থেকে মানুষরা আসে। সেই পৌরসভার দিনের পর দিন স্বজন পোষণের কারণে সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। এছাড়াও রাত্রে অন্ধকারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছেন। ।এইরকম নানান অভিযোগ তুলে ধরেন এই ডেপুটেশনের মঞ্চ থেকে সিপিআইএম নেতারা। এছাড়া আরো অভিযোগ তোলেন বিজেপির দুই কাউন্সিলর থাকার সত্বেও এই দুর্নীতির কোন প্রতিবাদ করে না। তাহলে এই দুর্নীতির সাথে কি জড়িত বিজেপি কাউন্সিলররা বক্তব্য এ কথাও তুলে ধরে সিপিএম নেতারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct