সুব্রত রায়, কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। উত্তর ২৪ পরগনার জেলার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করা হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে এবার বরাহনগর পুরসভা, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভা। *২০-২৯ সেপ্টেম্বরের মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার শিক্ষক, ক্লার্ক, গাড়িচালকদের তলব করা হয়েছে।
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বরাহনগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। উত্তর ২৪ পরগনার জেলার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করা হয়েছে। যার মধ্যে এই প্রথমবার বরাহনগর পুরসভার একসঙ্গে ৩২ জন কর্মীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে সিবিআই।২০ তারিখ থেকে ২৯ তারিখের মধ্যে এই ৩২ জনকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত হুগলির প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে গাদা গাদা নথি উদ্ধার হয়। সেই নথির ভিত্তিতেই পুরসভায় নিয়োগ নিয়ে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, সিবিআই অভিযান চালিয়েছিল উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায়। সেই সমস্ত পুরসভার কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। মূলত ২০১৪ সালের পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে, কোন কোন পদে নিয়োগ হয়েছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct