আপনজন ডেস্ক: ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। বিশ্বকাপে অংশ নেবে মোট ১০ দল। ভারতে অক্টোবর-নভেম্বরে প্রচুর পরিমাণে শিশির পড়ে। এতে মাঠের আউটফিল্ড ফাস্ট হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন বোলাররা। আর সুবিধা পান ব্যাটাররা।
তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল সুবিধা বেশি পায়। এ নিয়ে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিয়েছে আইসিসি। পিচ কিউরেটরদের স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা, মাঠে বেশি ঘাস রাখতে হবে। রাতে ভারতের আবহাওয়া আর্দ্র থাকে। ফলে ভারতীয় উইকেটে স্পিন বেশি হয়। এতে ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা রাখে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এসময়ে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে বেশি শিশির পড়ে। এছাড়া চেন্নাই ও বেঙ্গালুরুতে বৃষ্টিও হতে পারে। ফলে স্পিনাররা বেশি সুবিধা পায়। সেক্ষেত্রে পিচে বেশি ঘাস থাকলে পেসাররা সেটা পাবে। এতে দলগুলো পেসার খেলাতে পছন্দ করবে।
বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, যেসব স্টেডিয়ামে ম্যাচ খেলা হবে, সেগুলোর বাউন্ডারির দৈর্ঘ্য ৭০ মিটার রাখতে হবে। ওই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য ৬৫ মিটার থেকে ৮৫ মিটারের মধ্যে রাখতে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct