আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ দিনের বিদেশ সফরে বার্সেলোনার পর বৃহস্পতিবার পৌঁছলেন আরব আমিরাতে বাণিজ্য শহর দুবাইয়ে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের প্রতিনিধিদল বিজনেস কনফারেন্স ও মিটিংয়ে যোগ দিতে দুবাই পৌঁছন। এদিন রাজ্যের মুখ্য সচিব ড. এইচ কে দ্বিবেদী এবং মুখ্য সচিব (শিল্প) বন্দনা যাদব দুবাই বন্দর পরিদর্শন করেন। সেই সঙ্গে দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট এবং এফআইসিসিআইয়ের কর্মকর্তাদের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।তারা পশ্চিমবঙ্গে বন্দর ও লজিস্টিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচনার মধ্যে ছিল
শিল্প পার্ক ও সাধারণ প্রক্রিয়াকরণ সুবিধা স্থাপনের বিষয়টিও। ওই বৈঠকে দুবাই বন্দরের কর্মকর্তাদের মধ্যে ছিলেন আহমাদ আল মাজরুই, এবতেসাম আল কাবি এবং কেভিন ডি’সুজা।
রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী দুবাই সরকারের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক দুবাই বন্দরের শীর্ষ নেতৃত্বকেও পারস্পরিক ক্ষেত্রগুলি অনুসন্ধানের জন্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানান। শুক্রবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বহুজাতিক গোষ্ঠী লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলী সহ কর্মকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনিয়োগ নিয়ে বৈঠকের কথা রয়েছে। রাজ্যে বিনিয়োগের পরিকল্পনা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct