আপনজন ডেস্ক: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লোকসভার সাংসদ ও দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবন পুড়িয়ে দেওয়ার মতো ‘ঘৃণ্য ভাষণ’ দেওয়ার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অসমের প্রবীণ কংগ্রেস নেতা দেবব্রত সাইকিয়া। গত ১৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের বিদিশা জেলায় এক জনসভায় শর্মা এই মন্তব্য করেন।
আসাম বিধানসভার বিরোধী দলনেতা সাইকিয়া তাঁর অভিযোগে বলেন, “ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট সদস্য কমলনাথকেতাঁর হিন্দু পরিচয় নিয়ে কটূক্তি করার সময় শর্মা সরাসরি পরামর্শ দিয়েছেন যে ১০, জনপথ পুড়িয়ে দেওয়া উচিত।
যে ঠিকানাটা সোনিয়া গান্ধির বাসভবন। সাইকিয়া বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির বিধবা স্ত্রী ৭৭ বছর বয়সী এক মহিলার বাসভবন পুড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়ে শর্মা কেবল বিরোধী দলের বিশিষ্ট মুখকে আক্রমণ করছেন না, অগ্নিসংযোগের ডাকও দিচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (দাঙ্গায় প্ররোচনা) এবং ১১৫/৪৩৬ (সহিংসতায় প্ররোচনা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, মোদি পদবি নিয়ে মন্তব্য করা রাহুল গান্ধির সাজা ঘোষণা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে কি হয় সেটাই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct