অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রান্তিক এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প। সাধারণ মানুষের মধ্যে সরকারি নানা সুযোগ সুবিধা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির পর এবার চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ এবং তপন ব্লক স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় তপন গ্রামীণ হাসপাতালে ‘দুয়ারে ডাক্তার’ শিবির অনুষ্ঠিত হল। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন তপন ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর দাস কর্মকার, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কণিকা দাস, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ কমিটির দলনেতা আমজাদ মন্ডল সহ আরো অনেকে। উল্লেখ্য, এদিন দক্ষিণ দিনাজপুর জেলার তপন গ্রামীণ হাসপাতালে ‘দুয়ারে ডাক্তার’ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। নাক, কান, গলা , চক্ষু, অর্থোপেডিক সহ একাধিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এদিন। পাশাপাশি এই কর্মসূচি থেকে প্রতিবন্ধী মানুষদের নির্ণয় করে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।এ বিষয়ে তপন ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর দাস কর্মকার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দুয়ারের ডাক্তার কর্মসূচি শুরু হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে এদিন এই ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি, প্রতিবন্ধী শংসাপত্র আজ এখান থেকে দেয়া হবে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা আজ তপন গ্রামীণ হাসপাতালে উপস্থিত রয়েছেন। তারাই এই স্বাস্থ্য পরীক্ষা করবেন। শুধুমাত্র ডাক্তারি পরিষেবা নয়, আনুষাঙ্গিক অঙ্গ হিসেবে ওষুধপত্র থেকে রক্ত পরীক্ষা সবকিছুই ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে তপন গ্রামীণ হাসপাতালের বাইরে ব্লকের অন্যান্য প্রত্যন্ত এলাকায় এই ধরনের ক্যাম্প আমরা আয়োজন করব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct