নিজস্ব প্রতিনিধি, হলদিয়া, আপনজন: ভোট পরবর্তী হিংসা মামলায় ধৃত নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরকে নিজেদের হেফাজতে নিতে ব্যর্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার হলদিয়া আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে আবু তাহেরকে ৩ দিনের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। তবে সেই আবেদন খারিজ হয়েছে বলে আদালত সূত্রে খবর। পরিবর্তে আগামী ১৪ দিনের জন্য জেল হেফাজতে গেলেন আবু তাহের। আবু তাহেরের আইনজীবি মনসুর আলম জানান, “আবু তাহেরকে ৩ দিনের হেফাজতে চেয়ে সিবিআইয়ের আবেদন আজ খারিজ হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৪ অক্টোবর ধার্য হয়েছে” বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, আজ এই মামলায় বাকী ১১ অভিযুক্তেরও আদালতে হাজিরার দিন ছিল। সেক সুফিয়ান ছাড়া বাকীরা গ্রেফতার হলেও পঞ্চায়েত ভোটের আগে তাঁরা সকলেই জামিনে মুক্ত রয়েছেন। মনসুর আলম জানান, “আজ আদালত তাঁর রায়ে সবার জামিনের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন”। সিবিআই আবু তাহেরের নামে লুকআউট নোটিশ জারি করে। একাধিকবার তাহেরকে পাকড়াও করতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু প্রতিবারই তিনি গ্রেফতারি এড়িয়ে যান। পরবর্তীকালে এই মামলার সমস্ত অভিযুক্তরা জামিনে ছাড়া পাওয়ার পরেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তাহের। সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে সুপ্রিম কোর্ট তাহেরকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। সেই নির্দেশ পেয়েই গত শনিবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করেন তাহের। এদিন তাহেরর আইনজীবি মনসুর আলম জানান, গতকাল ফার্স্ট ট্রাক কোর্টে সিবিআই যে ৩ দিনের রিমান্ড চেয়েছিল তা আজ টেকনিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে তাঁরা তুলে নেয়। পরিবর্তে এদিন সিবিআই এসিজেএম এর এজলাসে তাহেরকে ৩ দিনের হেফাজতের চেয়ে আবেদন জানায়। কিন্তু বিচারক তাঁদের এই আবেদন খারিজ করে দেন। এদিকে আবু তাহেরকে আপাতত ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ৪ অক্টোবর তাঁকে হলদিয়া আদালতের অ্যাডিশনাল সেশান জাজ ফার্স্ট ট্রাক কোর্টে পেশ করা হবে বলে আইনজীবী মনসুর জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct