সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: খয়রাশোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ঢুকতেই চোখে পড়বে চন্দ্রযান ৩ এর দৃশ্য। উল্লেখ্য চন্দ্রযান-৩ উৎক্ষেপণে সারা বিশ্বের কাছে গর্বিত হয়েছে ভারত। ভারতই একমাত্র দেশ সারা বিশ্বে যে দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করতে সক্ষম হয়েছে। গত ২৩শে আগস্ট ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান-৩ কে দক্ষিণ মেরুতে অবতরণ করিয়ে ঐতিহাসিক জয় হাসিল করেন। চাঁদে এই নভোযান চন্দ্রযান-৩ কে পাঠিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে সারা বিশ্বের কাছে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে ভারত। এর আগে রাশিয়া, আমেরিকা ও চীন চাঁদে নভোযান পাঠালেও দক্ষিণ মেরুতে এই প্রথম নভোযান পাঠিয়ে এক ঐতিহাসিক জয় হাসিল করেছে ভারত। যেখানে পৃথিবীর আর কোন দেশ পৌঁছাতে সক্ষম হয়নি। ইসরোর বিজ্ঞানীদের এই সাফল্যে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী। দেশের এই সাফল্যকে স্মরণীয় করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ও বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে আঁকা হয়েছে বিশালাকৃতির চন্দ্রযান-৩ এর ছবি। দূর থেকে দেখে এক বিশাল আকৃতির চন্দ্রযান ৩ এর রেপ্লিকা মনে হয় যেন। লোকপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা , বিদ্যালয় পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের গায়ে আঁকা হয়েছে চন্দ্রযান-৩ এর ছবি। বিদ্যালয়ের কাছাকাছি আসতেই চন্দ্রযান-৩ এই ছবি ভারতের চাঁদের দেশে পৌঁছানোর মুহূর্ত যেন স্মরণ করিয়ে দেয় আমাদের সকলকে। বিদ্যালয়ের দেওয়ালে আঁকা এই ছবি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবে। যা নিয়ে গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ ধীবর সহ অন্যান্য শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। একান্ত সাক্ষাৎকারে লোকপুর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক মহম্মদ রফিক দেওয়ালে চন্দ্র যান-৩ র ছবি অঙ্কনের ব্যাপারে বিস্তারিত বিবরণ দেন। পাশাপাশি উক্ত বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে শ্রেয়সী দত্ত, দিতি চৌধুরী,নেহা সেন, আরমান খাঁনরা ও তাদের অনুভূতির কথা শোনায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct