আপনজন ডেস্ক: স্বপ্নপূরণ বোধ হয় একেই বলে! ২০১৭ সালের কথা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। ইরানের শিল্পী ফাতেম হাম্মামি নাসরাদি তখন রোনাল্ডোর প্রতিকৃতি এঁকেছিলেন। পর্তুগিজ তারকার এমন প্রতিকৃতি তো অনেকেই আঁকেন, তবে ফাতেম হাম্মামির এই প্রতিকৃতির একটা বিশেষত্ব ছিল। ইরানের এই শিল্পী রোনাল্ডোর প্রতিকৃতি এঁকেছিলেন পা দিয়ে। শরীরের ৮৫ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত একজন নারী শিল্পীর এমন দুর্দান্ত শিল্পকর্ম তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছিল। ইনস্টাগ্রামে পোস্ট করে ফাতেম লিখেছিলেন, ‘খুশি হতাম যদি রোনাল্ডো আমার কাজগুলো দেখত।’ রোনাল্ডো দেখেছেন, উপহার হিসেবে দুটি প্রতিকৃতি নিয়েও গেছেন। সে জন্য ফাতেম হাম্মামিকে অপেক্ষা করতে হয়েছে ছয় বছর। রোনাল্ডো তত দিনে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষ করে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। স্বপ্নপূরণের জন্য এটুকু অপেক্ষা তো করাই যায় নাকি!
এশিয়ান চ্যাম্পিয়নস লিগ খেলতে ইরানে এসেছিলেন রোনাল্ডো। সেখানে ইরানের দল পেরসেপোলিসের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই পর্তুগিজ তারকা। গোল না করলেও পেরসেপোলিসকে ২-০ ব্যবধানে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে শুভসূচনা করেছে রোনাল্ডোর দল আল নাসর। ইরানের মানুষ রোনাল্ডোকে এমনিতেই ভালোবাসেন। কতটা ভালোবাসেন, তা বোঝা গেছে রোনাল্ডোকে দেওয়া অভ্যর্থনা দেখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct