আপনজন ডেস্ক: পূর্ব এশিয়ার দেশ জাপানে প্রথম বার ১০ জনের মধ্যে এক জনের বয়স ৮০ বছরের বেশি। সাড়ে ১২ কোটির জনসংখ্যার দেশটিতে ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছর। নতুন জরিপে এমন তথ্য জানা গেছে। চলতি বছর এই সংখ্যা রেকর্ডে পৌঁছানোয় উদ্বিগ্ন দেশটির সরকার। বিশ্বে জন্মহার সবচেয়ে কম জাপানে। কিন্তু এই হার কীভাবে বাড়ানো যায়, এ নিয়ে দীর্ঘদিন কাজ করছে সরকার। অনেকেরই সন্তান জন্মদানে অনীহা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct