আপনজন ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত উত্তর আফ্রিকার দেশ মরক্কোর অবিবাহিত ও অপ্রাপ্তবয়স্ক কিশোরী-তরুণীরা নতুন এক বিপদে পড়েছেন। দিন দিন তাদের বাল্যবিয়ে-যৌন হয়রানি ও পাচারের ঝুঁকি বাড়ছে বলে জানা গেছে। আর এক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম।দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের একটি অংশ নানাভাবে পুরুষদের বোঝানোর চেষ্টা করছে যে, ভূমিকম্পের জেরে বর্তমানে দেশটির পশ্চিম ও উত্তরপশ্চিাঞ্চলীয় অঞ্চলের দুর্গম বিভিন্ন এলাকার তরুণী-কিশোরীরা এখন খুবই বিপন্ন অবস্থায় রয়েছেন এবং তাদের ‘রক্ষা’ করার জন্যই এখন তাদের বিয়ে করা ‘জরুরি’।সম্প্রতি এক ইন্টারনেট ব্যবহারকারী তার ফেসবুক অ্যাকাউন্টে ভূমিকম্পবিধ্বস্ত একটি এলাকার এক কিশোরীর ছবি পোস্ট করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘এই মেয়েটি বলেছে যে সে আমাকে ভালবাসে। যদিও সে আমাকে বলেছে যে, এখন সে এখন আমার সঙ্গে আমার শহর কাসাব্লাঙ্কায় আসতে ইচ্ছুক নয়; কিন্তু কানে কানে মেয়েটি আমাকে বলেছে যে, যখন সে বড় হবে— আমরা বিয়ে করব।’ ভূমিকম্প উপদ্রুত বিভিন্ন এলাকার কিশোরী-তরুনীদের ‘উদ্ধার’ করতে তাদেরকে বিয়ে করার পক্ষে জোরেশোরে প্রচার-প্রচারণায় নেমেছে মরক্কোর বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct