আপনজন ডেস্ক: জার্মানির দেয়া আলোচিত লেপার্ড ট্যাঙ্কের একটি ডেলিভারি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। কারণ হিসেবে দেশটি জানিয়েছে, সেগুলো ত্রুটিপূর্ণ ছিল।এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম দের স্পিগেল জানিয়েছে, দশটি লেপার্ড ১ এস ট্যাঙ্ক, যা আরো আধুনিক লেপার্ড ২-এর পূর্বসূরি, মেরামতের প্রয়োজন ছিল যা ইউক্রেন প্রশিক্ষিত প্রকৌশলীর অভাবের কারণে করতে পারেনি। ফলস্বরূপ, তারা বলেছে, এগুলো তাদের জন্য কোন কাজে আসেনি।ইউক্রেনীয় সেনাবাহিনী দক্ষিণ পোলিশ শহর রেজেসওতে ট্যাঙ্কগুলি হাতে পাওয়ার পরে ত্রুটিগুলো ধরতে পারে। ওই ট্যাঙ্কগুলো পরীক্ষা করার জন্য নিজস্ব প্রযুক্তিবিদ পাঠানোর পরে, বার্লিন স্বীকার করেছে যে, সেগুলো সঠিকভাবে কাজ করছে না এবং যুদ্ধে পাঠানোর আগে তাদের আরো মেরামতের প্রয়োজন হবে। এ পরিস্থিতি জার্মানির জন্য বিব্রতকর, কারণ এবার দিয়ে দ্বিতীয়বারের মতো তাদের ট্যাঙ্কগুলোতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে৷জার্মানি ইউক্রেনকে মোট ১১০টি লেপার্ড ১এস ট্যাঙ্ক দিচ্ছে। তার মধ্যে জুলাই মাসে দেয়া প্রথম ১০টি ট্যাঙ্কে গুরুতর প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছে ইউক্রেন। এটি পাল্টা আক্রমণের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে ইউক্রেনকে সরবরাহ করার জন্য জার্মানির সক্ষমতা নিয়ে প্রশ্ন উত্থাপন করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct