আপনজন ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ দিয়ে ৭ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ভারত। শেষ ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক ছিল দেশটি। বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিকিট নিয়ে উন্মাদনা পৌঁছে গেছে চরমে। স্বাগতিক ভারতের ম্যাচগুলোর টিকিট তো সোনার হরিণ হয়ে উঠেছে। গত ২৫ আগস্ট টিকিট বিক্রি শুরু হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিশিয়াল টিকিট ক্রয়সংক্রান্ত সহযোগী প্রতিষ্ঠানের অ্যাপে ঢুকতে না পারার অভিযোগ এসেছে। অনেকক্ষণ অপেক্ষার পর যাঁরা ঢুকতে পেরেছেন, তাঁরাও দেখেছেন সব টিকিট শেষ!
তবে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের টিকিট পেতে যাতে কোনো সমস্যা নয়, সেটি নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। বিভিন্ন জগতের মহাতারকা, রথী-মহারথীদের বিনা মূল্যে ভিআইপি স্ট্যান্ডে বসে বিশ্বকাপের পছন্দের ম্যাচগুলো দেখার সুযোগ করে দিচ্ছে তারা। বিসিসিআই এই কর্মসূচির নাম দিয়েছে ‘গোল্ডেন টিকিট ফর ইন্ডিয়া আইকনস’।বিশ্বকাপকে চিত্তাকর্ষক করে তোলার বিশেষ এই পদক্ষেপের শুরুতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে গোল্ডেন টিকিট দিয়েছিল বিসিসিআই। এবার রুপালি পর্দার আরেক মহাতারকা রজনীকান্তকেও দেওয়া হলো একই উপহার। বিসিসিআই সচিব জয় শাহ ৭২ বছর বয়সী অভিনেতার হাতে আজ গোল্ডেন টিকিট তুলে দিয়েছেন। টিকিটের সঙ্গে বিশেষ অ্যাক্রিডিটেশন কার্ডও দেওয়া হয়েছে তাঁকে। এর অর্থ হলো অমিতাভ, টেন্ডুলকারের সঙ্গে রজনীকান্তকেও ভিআইপি স্ট্যান্ডে দেখা যাবে। এ ছাড়া পাবেন বিশেষ সুযোগ-সুবিধাও।রুপালি পর্দার মানুষ হলেও ক্রিকেটের প্রতি রজনীকান্তর রয়েছে আলাদা টান। ‘থালাইভা’খ্যাত তামিল সিনেমার এই বিখ্যাত অভিনেতা প্রায়ই খেলা দেখতে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে যান। আগামী ৮ অক্টোবর বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ এই মাঠেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই খেলাসহ সব ম্যাচ যাতে নির্বিঘ্ন দেখতে পারেন, সেটা নিশ্চিত করতেই রজনীকান্তকে গোল্ডেন টিকিট দিল ভারতীয় বোর্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct