মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: শিক্ষককে স্কুলে রেখে দেওয়ার দাবিতে পথ অবরোধ করলেন সেই স্কুলের অভিভাবক অভিভাবিকারা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের মন্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ রাহা সম্প্রতি এই জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের কাউন্সেলিং-এ অংশগ্রহণ করেন। সেই কাউন্সেলিং-এ তাঁর আগে থাকা অন্য আর একজন শিক্ষক মন্ডলপাড়া স্কুলকে চয়েস করার ফলে পলাশকে নিজের জন্য অন্য স্কুল নির্বাচন করতে হয়। এই খবর জানাজানি হতেই মন্ডলপাড়া স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। সেইজন্য বুধবার সকাল ১১ টা নাগাদ কলসুর গ্রাম পঞ্চায়েতের সামনে কলসুর - জীবনপুর রাস্তা অবরোধ করেন ওই স্কুলের অভিভাবক অভিভাবিকারা। পরে দেগঙ্গা থানার চাকলা ফাঁড়ির পুলিশ এসে অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।অবরোধকারীরা কলসুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে এই বিষয়ে একটা স্মারকলিপি জমা দেন।আগামীদিনে দেগঙ্গার বি ডি ও এবং বেড়াচাঁপা সার্কেলের এস আইকেও এই স্মারকলিপি জমা দেবেন বলে জানালেন অবরোধকারীরা। পলাশ ২০০৬ সালে এই স্কুলে যোগ দিয়ে ২০১২ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।তিনি সবদিক থেকেই এই স্কুলকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন।তাঁর সময়কালের মধ্যে এই স্কুল পেয়েছে নির্মল বিদ্যালয়ের পুরস্কার। এই অবরোধ প্রসঙ্গে পলাশ বলেন,অভিভাবকরা এতটা সম্মান দেবেন সেটা আমি আশা করিনি।ভালোবাসা থেকেই এটা হয়েছে।আমি আমার দায়িত্ব,কর্তব্য পালন করেছি। আগামী দিনেও করব। আমি একজন শিক্ষক। সরকারি যে নিয়ম আছে সেটাকে তো মানতেই হবে। নিয়মের মধ্যে দিয়ে আমাকে চলতে হবে। আমি নিয়মের বাইরে নই।এই স্কুলের অভিভাবক খুরশিদ তরফদার বলেন, আমরা চাই পলাশ রাহাকে এই স্কুলেই রাখা হোক।তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করেন।যদি আমাদের দাবী অনুযায়ী পলাশ রাহাকে এই স্কুলে রাখা না হয় তাহলে আমরা স্কুলে তালা মারব এবং আমাদের বাচ্চাদের স্কুলে যেতে দেব না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct