আপনজন ডেস্ক: বুধবার লোকসভায় সর্বসম্মতিক্রমে সংবিধান (১২৮ তম সংশোধনী) বিল, ২০২৩ পাস হয়েছে, যা লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করবে। বিলটি পাসের পর তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে। লোকসভায় ৪৫৪ জন সাংসদ ‘নারীশক্তি বন্দন অধিনিয়াম’ বিলের পক্ষে ভোট দেন এবং দু’জন এর বিপক্ষে ভোট দেন। মঙ্গলবার সরকার ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ নামে এই বিলটি উত্থাপন করে, যা নতুন সংসদ ভবনে উত্থাপিত প্রথম বিল। নীতি প্রণয়নে নারীদের বৃহত্তর অংশগ্রহণকে সক্ষম করার জন্য আইনটি দলগুলির মধ্যে ঐকমত্যের অভাবে ২৫ বছরেরও বেশি সময় ধরে মুলতুবি রয়েছে। এদিন বিলের ওপর আলোচনায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, এই বিল ওবিসি সংরক্ষণ ছাড়া অসম্পূর্ণ। অন্যদিকে অমিত শাহ বলেন, এই সংরক্ষণ সাধারণ, এসসি এবং এসটি-র ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। লোকসভা নির্বাচনের পরপরই আদমশুমারি ও সীমানা নির্ধারণ করা হবে এবং শীঘ্রই সংসদে মহিলার সংখ্যা বাড়বে। প্রতিবাদ করে দ্রুত রিজার্ভেশন আসবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct