আপনজন ডেস্ক: দিল্লিতে ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারে আয়োজিত ‘সদ্ভাবনা সম্মেলন’ অনুষ্ঠিত হল মঙ্গলবার। সেই সম্মেলনে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্য পাল মালিক উদ্বেগের সাথে বলেছেন, এই মুহূর্তে দেশে হিন্দু এবং মুসলমানদের একে অপরের সাথে লড়াই করার জন্য একটি বিশাল ষড়যন্ত্র করা হচ্ছে। আর এটি নির্বাচন পর্যন্ত চলবে। তাই এর মাঝে সতর্কতা প্রয়োজন। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে যেকোন মূল্যে। কোনো কারণে পারস্পরিক মৈত্রী নষ্ট হবে না। তারা যে চেতনা নিয়ে বেঁচে আছে, আমি বিশ্বাস করি এই মানুষগুলো এভাবেই দাঁড়িয়ে থাকবে। সেই সঙ্গে সত্যপাল মালিক আশ্বস্ত করে বলেন, আমি আমার সমস্ত সাহস এবং শক্তি দিয়ে চেষ্টা করব যাতে কোনও অবস্থাতেই ভারতীয় মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা না হয়। তাদের দেশের অন্যান্য নাগরিকদের মতো সম্মান করা উচিত এবং এটা সুনিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, মুসলিমদের নিরাপত্তার জন্য তাদের পাশে দাঁড়াচ্ছি। এটা কোন নতুন বিষয় নয়। এটা বোঝানোর কোন বিষয় নয় কারণ আমাদের দেশের ইতিহাস সাক্ষী দেশে আমার ভাই ভাএয়র মতো সহাবস্থানে আছি। . তিনি হিন্দু ভাইদের কাছে আবেদন জানিয়ে বলেন, তোমাদের সংখ্যা যদি মুসলমানদের থেকে বেশি হয়, তাহলে মুসলমানদের প্রতি তোমাদের দায়িত্বও অনেক বেশি। সত্যপাল মালিক আরও বলেন, আমাদের মুসলিম ভাইকে যেন দ্বিতীয় শ্রেণির নাগরিক হতে না দেওয়া হয়, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তিনি বলেন, হরিয়ানার নূহে মুসলিম ও জাটদের ঐক্যের পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছিল তা শেষ হয়েছে। বৈঠকে অংশ নেওয়া জামায়াতে ইসলামী হিন্দের আমীর সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, আজকে যেমন আমরা এখানে এক ছাদের নিচে সমবেত হয়েছি, তেমনি ভারতের প্রতিটি কোণায় এই মডেলের পুনরাবৃত্তি করব, প্রতি-কোণে এ ধরনের সভা অনুষ্ঠিত হবে। সাদাতুল্লাহ আরও বলেন, মুসলমানদের প্রতি কোনো অবিচার হলে হিন্দুদের রুখে দাঁড়াতে হবে এবং তাদের রক্ষা করতে হবে। আবার হিন্দুদের ওপর কোনো অন্যায় হলে মুসলমানরা তাদের রক্ষা করবে, এর মাধ্যমে আমরা আমাদের দেশকে উন্নত করতে পারব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ডঃ সৈয়দ মুহাম্মদ কাসিম রসূল ইলিয়াস বলেন, যে অল্প সংখ্যক মানুিষ দেশে বিদ্বেষ ছড়ানোর জন্য কাজ করছে, যারা সমাজকে বিভক্ত ও বিভক্ত করার চেষ্টা করছে, তারা দেশের প্রতি অনুগত নয়। তিনি বলেন, আমরা এবং আপনারা যারা ন্যায়পরায়ণ মানুষ, তারা সত্য পাল মালিকের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসছে এবং ভ্রাতৃত্ব ও মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। কাসেম রসূল ইলিয়াস আরও বলেন, আমরা রাজনীতিবিদদের হাতে দেশের লাগাম দিয়েছি এবং আমরা বুঝি যে তারা সবার সাথে ন্যায়বিচার করবে। আমরা ভালো করেই জানি রাজনীতিবিদদের একটা রেসিপি আছে। সমাজকে দুই শ্রেণীতে বিভক্ত করে ভোট ও স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু সমাজের বড় শক্তি সুশীল সমাজ, তাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। এর আগে সভার আহ্বায়ক মুহাম্মদ ইরফানুল্লাহ খান অতিথিদের স্বাগত জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct