আপনজন ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। দুটো ম্যাচ খেলে দুটোতেই জেতার ফলে মহামেডান ৬ পয়েন্ট পেয়ে সুপার সিক্সের শীর্ষে রইল মহামেডান। এদিনে খেলার প্রায় শুরুতেই মহামেডানকে গোল উপহার দেন ডেভিড লালানসাঙ্গা। খেলা যখন মাত্র পাঁচ মিনিট অতিক্রম করে তখন লালরেমসাঙ্গার বাড়ানো পাসে মাথা ঠেকিয়ে গোল করেন ডেভিড। ৮ মিনিটে আদিঙ্গার পাস থেকে ভালো সুযোগ পেয়েছিলেন বিকাশ সিং। তবে তাকে আটকে দেন রাকিপ। ১০ মিনিটে ভালো জায়গায় ফ্রি-কিক পায় মহামেডান স্পোর্টিং। কিন্তু ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি আঙ্গুসানা। যদিও ম্যাচের শুরতেই চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। গোলের স্বাদ পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মহামেডান। কিন্তু ইস্টবেঙ্গলও প্রতিআক্রমণে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু সেই আক্রমণ সফলতা পায়নি। খেলার উনিশ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল অধিনায়ক অতুল উন্নিকৃষ্ণণের শট দক্ষতার সঙ্গে বাঁচান মহামেডানের গোলরক্ষক পদম। তার পর মহামেডানের েগাল করার সম্ভাবনা তৈরি করে। কিন্তু তা নস্যাৎ করে দেয় ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ সিংহ। যদিও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হযনি মহামেডানের। খেলার ৩৮ মিনিটের মাথায় আদিঙ্গা রালতের বাড়ানো পাস থেকে বল পেয়ে দুজন ডিফেন্ডার অতুল ও আদিলকে কাটিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে দ্বিতীয় গোলটি করেন ডেভিডই। ফলে ২-০ গোলে এগিয়ে যায়। ডেভিডের ছিল এটি ১৭তম গোল। বিরতির পর নতুন উদ্যমে খেলা শুরু করে ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি সুযোগ নষ্টও করে। কিন্তু ৫৮ মিনিটের মাথায় বক্সের মধ্যে ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তীর শট মহমেডানের ইরশাদের হাতে লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। ইরশাদকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে নন্দকুমার ইস্টবেঙ্গলের হারের ব্যবধান কমায়। এরপর ১০ জন নিয়ে মহামেডানকে খেলতে হওয়ায় ইস্টবেঙ্গল গোল করার সুযোগ পায়। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। মহামেডান টানা প্রায় ৩০ মিনিট ১০ জনে খেলার সময় রক্ষণাত্মক ভূমিকা নেওয়া অবলম্বন করে। ফলে, অবশেষে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হার স্বীকার করতে হয়। তবে, খেলা শেষে দু’দলের ফুটবলারেরা বচসায় জড়িযে পড়েন। ধাক্কাধাক্কি হওয়ায় পরিসিইথ সামলাতে রেফারি ও দু’দলের কর্মকর্তাদের মাঠে নামতে হয়। তারপর পরিস্থিতি শান্ত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct