আপনজন ডেস্ক: প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বুধবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলার সময় তাঁর “জীবনসঙ্গী” রাজীব গান্ধির কথা স্মরণ করে বলেন, এই আইনটি পাস হওয়ার মাধ্যমে তাঁর স্বপ্ন পূরণ হবে। মহিলা সংরক্ষণ বিলের প্রতি তাঁর দলের সমর্থন জানিয়ে কংগ্রেস সংসদীয় দলের প্রধান অবিলম্বে কোটা কার্যকর করার দাবি জানান। জাতিগত আদমশুমারির পরে এসসি, এসটি এবং ওবিসি মহিলাদেরও সংরক্ষণ দেওয়ার দাবি জানান। বিলটি নিয়ে জোরালো রাজনৈতিক পয়েন্ট তুলে ধরার পাশাপাশি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর স্বামী রাজীব গান্ধির মহিলাদের জন্য সংরক্ষণ নিশ্চিত করার প্রচেষ্টার কথা স্মরণ করে একটি ব্যক্তিগত নোটও দেন। সোনিয়া বলেন, এটি আমার জীবনের একটি মর্মস্পর্শী মুহূর্ত। আমার জীবনসঙ্গী রাজীব গান্ধিজিই প্রথম স্থানীয় সংস্থায় মহিলাদের অংশগ্রহণের জন্য সাংবিধানিক সংশোধনী এনেছিলেন। কিন্তু রাজ্যসভায় এটি সাত ভোটে পরাজিত হয়। পরে প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার এটি পাস করিয়েছিল। তারই ফলশ্রুতিতে আজ সারাদেশে স্থানীয় সরকারের মাধ্যমে ১৫ লাখ নির্বাচিত মহিলা নেত্রী রয়েছেন। তিনি বলেন, রাজীব গান্ধির স্বপ্ন অর্ধেক পূরণ হয়েছে। এই বিল পাস হওয়ার মাধ্যমে তা পূরণ হবে। কংগ্রেস এই বিলকে সমর্থন করে।সোনিয়া জানান, ১৯৮৯ সালের মে মাসে রাজীব গান্ধি প্রথম পঞ্চায়েত ও পৌরসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণের জন্য সংবিধান সংশোধনী বিল উত্থাপন করেন। তা লোকসভায় পাস হলেও রাজ্যসভায় ব্যর্থ হয়েছিল। ১৯৯৩ সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণে সংবিধান সংশোধনী বিল পাস করেন। দুটি বিলই আইনে পরিণত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct