এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: প্লাস্টিক মুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন নির্মল গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর ব্লকের কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান শান্তি লতা তরফদার বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা জানালেন ৷ সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় লাভ করেন শান্তি লতা, দলীয় সিদ্ধান্তে তিনি পুনরায় প্রধান পদে শপথ গ্রহণ করেছেন ৷ আগামী দিনের কর্মপরিকল্পনার কথা জানতে চাওয়া হলে প্রধান শান্তি লতা বলেন, ‘তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে রাস্তাঘাট, পানীয় জল, আলো, জল নিকাশি ব্যবস্থা, এলাকার সৌন্দর্যের ক্ষেত্রে প্রভূত উন্নয়ন হয়েছে, তবে এবার প্রধান হিসেবে প্রথম লক্ষ্য থাকবে প্লাস্টিক মুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন নির্মল গ্রাম পঞ্চায়েত গঠন ৷’ পাশাপাশি পিছিয়ে পড়া এলাকাবাসীদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ৷ জানা গিয়েছে ১৫ টি আসন বিশিষ্ট কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ১০ টি আসনে জয়লাভ করে ৷ পাঁচটি আসন বিরোধীদের দখলে থাকলেও এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলকে সাথে নিয়েই কাজ করা হবে বলে জানিয়েছেন নয়া প্রধান শান্তি লতা ৷সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কৈজুড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের ফলাফলে সন্তোষ প্রকাশ করে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর তরফদার, মমতা সরকারের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেন ৷ আসন্ন লোকসভা ভোটেও তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের ব্যাপারে আশাবাদী শুভঙ্কর ৷ পাশাপাশি কৈজুড়ি এলাকা থেকে স্বরুপনগর পঞ্চায়েত সমিতির আসনে জয়ী রূপকুমার সরকার খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ৷ তিনি বলেন, পঞ্চায়েত সমিতি এবং ব্লকের থেকে আমার এলাকাবাসীকে যাতে সব ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় সেটাই আমার লক্ষ্য থাকবে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct