মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ নির্বাচিত হলেন বাম কংগ্রেস জোটের সাব্বির হোসেন ওরফে জয়। নলহাটি ২ নম্বর ব্লক এলাকা থেকে জেলা পরিষদে তৃণমূলের আবু জাহের রানাকে পরাজিত করে জয়ী হন সাব্বির হোসেন জয়। জেলা পরিষদের মোট ৫২ জন সদস্যর মধ্যে তিনিই এক মাত্র বিরোধী। সেখানে স্বাভাবিক ভাবেই তিনি বিরোধী দল নেতা হবেন বা অধ্যক্ষ নির্বাচিত হবেন এর মধ্যে কোন অসুবিধা ছিল না। উল্লেখ্য জেলার মধ্যে এই নলহাটি ২ নম্বর ব্লক এলাকা থেকে পর পর তিন বার জেলা পরিষদের বিরোধী দল নেতা নির্বাচিত হলেন। বামফ্রন্ট আমলে ২০০৮ থেকে ১৩ পর্যন্ত বিরোধী দল নেতা ছিলেন বারা গ্রামের কংগ্রেস থেকে অতুল চন্দ্র দাস। তৃণমূলের জামানায় ২০১৩ থেকে ১৮ পর্যন্ত সিপিআইএমের বারা গ্রাম থেকে খায়রুল হাসান অর্ফে কালু মাস্টার। একই ভাবে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে বারা গ্রাম থেকে এবারও জেলা পরিষদে গেলেন কংগ্রেসের সাব্বির হোসেন ওর্ফে জয়। তিনি বিরোধী দল নেতা এবং ৯টি স্থায়ী সমিতির বিরোধী নেতা নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার বিকেলে তাকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে সেখানে সংবর্ধনা দেওয়া হয়। তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জিতে এসছি। জেলা পরিষদের অধ্যক্ষের আসনটি পাওয়ার পরে নলহাটি ২ নম্বর ব্লক এলাকার মানুষকে এবং সংবাদ মাধ্যম ধন্যবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct