সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সোমবার জেলা পুলিশ সুপারের অফিস হইতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বীরভূম জেলা পুলিশের রদবদল ঘটানো হয়েছে। যার ডিও নম্বর ৩৩৩২/ আর ও, তারিখ ১৮/০৯/২০২৩ । বিজ্ঞপ্তিতে নয়জন পুলিশ আধিকারিকের নাম প্রকাশিত হয়। সেখানে দেখা যায় যে, তাপাই বিশ্বাস সিউড়ি পুলিশ লাইন থেকে খয়রাসোল ওসি হয়ে আসছেন। শেখ ইসরাইল সিউড়ি পুলিশ লাইন থেকে ওসি হয়ে নানুর যাচ্ছেন। রাজকুমার দাস সিউড়ি থানা হইতে মল্লারপুর থানার ওসি হচ্ছেন। সিদ্ধার্থ শংকর মন্ডল সিউড়ি থানা থেকে লোকপুর থানার ওসি হয়ে আসছেন। সায়ন্তন ব্যানার্জি নানুর থানার ওসি থেকে সিউড়ি থানায় বদলি হয়েছেন। ঝুমুর সিনহা বোলপুর মহিলা থানার ওসি থেকে চন্দ্রপুর থানার ওসি হচ্ছেন। অভিষেক হালদার ও সি চন্দ্রপুর থেকে সিউড়ি থানায় যাচ্ছেন। সোনাম পাল সাইবার ক্রাইম থেকে ইলামবাজার থানায় যাচ্ছেন। সামসা নাজ খাতুন ইলামবাজার থানা থেকে ওসি হয়ে বোলপুর মহিলা থানায় যাচ্ছেন। উল্লেখ্য ইতিপূর্বে গত ৫/০৯/২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিজ্ঞপ্তি মারফত (ORG NO-599/ADG(L and O) / PERS-II/PERS-II-18/2023) বেশ কিছু পুলিশ আধিকারিকদের পদোন্নতির নাম প্রকাশিত হয়। জেলা থেকে ৬ জন পুলিশ আধিকারিক পদোন্নতির জন্য জেলার বাইরে চলে যাচ্ছেন। তার মধ্যে অশোক সিংহ মহাপাত্র লোকপুর থানার ওসি থেকে ইন্সপেক্টর অফ পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সঞ্চয়ন ব্যানার্জী খয়রাশোল থানার ওসি থেকে ইন্সপেক্টর অফ পুলিশ, সিআইডি, ওয়েস্ট বেঙ্গল। রমেশ সাহা ইন্সপেক্টর অফ পুলিশ ডিইবি জঙ্গীপুর। বিপ্লব প্রামানিক ইন্সপেক্টর অফ পুলিশ, ট্রাফিক এন্ড রোড সেফটি, বারাসাত। প্রসেনজিৎ দত্ত ইন্সপেক্টর অফ পুলিশ, আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নীলরতন ঘোষ ইন্সপেক্টর অফ পুলিশ, ডিআইবি হয়ে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct