নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, আপনজন: ইসলামপুর গ্রাসরুট লেভেল ফুটবল এন্ড এনভায়রনমেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ও আশরাফ-উন-নিসা এডু-স্পোর্টস একাডেমির সহযোগিতাই সোমবার গ্রাসরুট লেভেল ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ ২০২৩ অনুষ্ঠিত হল। শিশু মনে গণিতের ভীতি দূর করতে ও দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে শিশুদের গণিত চর্চায় আগ্রহী করে তুলতে চক ইসলামপুর এস সি এম হাই স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হলো। এর উদ্যোক্তা টেঁকারাইপুর হাই স্কুলের গণিত এর শিক্ষক আমিনুল ইসলাম বলেন যে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের প্রশ্নপত্রের সাথে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফিগারের বিস্কুট, লাড্ডু, কোন আয়েসক্রিম ইত্যাদি দেওয়া হয়েছিল। এগুলো দেখেই শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছে। আমাদের লক্ষ শিক্ষার্থীরা যাই দেখুক আগে তাঁর ম্যাথমেটিক্যাল ফিগার টা ভাবতে শিখুক, এতে তাঁর গণিত এর প্রতি আগ্রহ বাড়বে। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ মন্ডল মহাশয়। উনি বলেন যে আজকের পরীক্ষায় ১৩ টি প্রাথমিক বিদ্যালয় ও নার্সারি স্কুলের মোট ৯০ জন পরীক্ষার্থী আজকের পরীক্ষায় অংশগ্রহণ করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct