সেখ রিয়াজউদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূমের খয়রশোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ মেটাতে তড়িঘড়ি জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। কোর কমিটির বৈঠকে খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। আলোচনার মধ্য দিয়ে দ্বন্দ্ব মিটেছে জানালেন কোর কমিটির সদস্য কাজল শেখ। শুক্রবার বীরভূমের খয়রাশোল তৃণমূল ব্লক সভাপতি পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন কাঞ্চন অধিকারী। পদত্যাগ পত্র পাঠানো হয় বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কাছে। কোর কমিটির প্রত্যেক সদস্যকে আলাদাভাবেও ইস্তফা পত্র দেওয়া হয়েছিল বলে খবর। তৃণমূল ব্লক সভাপতি ইস্তফা ঘিরে অনুব্রতহীন বীরভূম জেলায় চাঞ্চল্য ছড়াই জেলা তৃণমূলে। সিউড়ির তৃণমূল বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি বিকাশ রায় চৌধুরীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কাঞ্চন অধিকারী। তিনি বীরভূমের খয়রাশোল ব্লকের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট। দলীয় সূত্র মারফত খবর, দলগতভাবে কাঞ্চন অধিকারী ধীরে ধীরে কোনঠাসা হচ্ছিল। দলেরই প্রতিপক্ষ গোষ্ঠী উজ্জ্বল কাদেরী সাথে ঠান্ডা লড়াই রয়েছে। কাঞ্চন অধিকারী কোন মিটিং ডাকলে উজ্জ্বল কাদেরি গোষ্ঠী লোকজন যায় না। পাল্টা উজ্জ্বল গোষ্ঠী মিটিং ডাকলে কাঞ্চন গোষ্ঠী লোকজনও আসে না। ফলে এলাকায় একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট রয়েছে। তার উপর বিকাশ রায় চৌধুরীর সভাধিপতি পদ হারিয়েছে। খুব সহায়কভাবেই বিকাশের ক্ষমতা খর্ব হয়েছে। সেই কারণেই এমন সিদ্ধান্ত কাঞ্চন অধিকারীর। সূত্রের খবর, জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাঞ্চন অধিকারী কে কোর কমিটির বৈঠকে ডাকে। সেই বৈঠকে ই খয়রাশলের তৃণমূল ব্লক সভাপতি কাঞ্চনকে বোঝানো হয়। খুব স্বাভাবিকভাবেই মান ভঞ্জন হয়, ব্লক প্রেসিডেন্ট কাঞ্চন অধিকারীর। এদিন কোর কমিটির সদস্য কাজল জানান, তৃণমূল বৃহৎ একটি দল।। পরিবারে অশান্তি থাকতেই পারে। এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। নিজেরা বসে মিটিয়ে নিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct