আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার শান্তিপাড়া বিপুল পরিমাণে জাল টাকা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,বাংলাদেশ জাল নোট নিয়ে ভারতে আসছি গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ রবিবার ৫৫ হাজার টাকা জাল নোট সহ সাধন সাহা নামে ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে তাকে জিজ্ঞেস করলে চাপড়া থানার থানার ন মাইল এলাকার বাসিন্দা আজগার মণ্ডল নাম করে সাধন সাহা তেহট্ট থানার পাথঘাটা এলাকায় বসবাস করে বলে জানতে পারে পুলিশ তার সাহা অয়েল মিল আছে, ৮টা ছোট বড় মিলে গাড়ি ছিল। এখন তার ৩টে লরি আছে। দীর্ঘদিন জাল নোট কারবারি সঙ্গে যুক্ত। জাল নোট দিয়ে সীমান্তবর্তী এলাকায় দোকান চালায়। রবিবার তার বন্ধু নিয়ে একটি মদের দোকানে মদ কিনতে পাটিয়ে ছিল পর পর দুবার জাল নোট পাঠায় তখন মদের দোকানে সন্দেহ হয়।৫৫ হাজার টাকা জাল নোট এবং একি নম্বর ২০টা আছে বলে জানা গেছে।এত পরিমানে ভারতীয় জাল টাকা বাংলাদেশে থেকে ভারতে উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের।কোথা থেকে এত পরিমাণে জল টাকা ধৃতরা সংগ্রহ করল বা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।সোমবার ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct