নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: আজ থেকে প্রায় ২৭ বছর আগে ১৯৯৬ সালে আচমকাই বন্ধ হয়ে যায় হাওড়ার বালি অঞ্চলের স্বনামধন্য ইন্দো-জাপান কারখানা। সেই সময় কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন প্রায় ৭০০ শ্রমিক। তারা কাজ হারিয়ে কার্যত সর্বশ্রান্ত হয়ে পড়েন। শেষপর্যন্ত তাঁরা নিজেদের উদ্যোগে একটি হাসপাতাল গড়ে তোলেন। বর্তমানে কোনওরকমেই দিন গুজরান করছেন কারখানার কাজ হারানো শ্রমিকরা। তাদের প্রার্থনা যদি সরকার এই জমি প্রোমোটারের থেকে মালিকের হাতে আবার ফিরিয়ে দেবার ব্যবস্থা করে তাহলে আবার সুদিন ফিরতে পারে। আজ বিশ্বকর্মা পুজোয় হাওড়া জেলার বিভিন্ন কলকারখানায় যখন ধুমধাম করে পুজো হচ্ছে, তখন বালির ইন্দো-জাপান কারখানা শ্রমিকরা কারখানায় কাজ হারিয়ে চোখের জল ফেলছেন। কারখানার এক শ্রমিক বলেন, আগে এখানে বিশ্বকর্মা পুজোয় জৌলুস ছিল। বড় করে পূজো হতো। সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। পরিবার নিয়ে আমরা সকলে কারখানায় আসতাম। এখন সব শেষ হয়ে গেছে। বিশ্বকর্মা পুজো বন্ধ হয়ে গেছে। কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে। একমাত্র সরকার যদি উদ্যোগ নেয় তাহলে আবার ইন্দো-জাপানের সুদিন ফিরতে পারে। হাসি ফুটতে পারে কর্মহীন শ্রমিক পরিবারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct