সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: সরকারি নির্দেশনায় নেই কোনো ছুটি। অথচ ভাঙড়ের প্রাথমিক বিদ্যালয়ে তালা। অন্তর্তদন্ত করতে গিয়ে সোমবার আপনজন প্রতিনিধির চোখে ধরা পড়ল এমনই ছবি। এদিন ভাঙড় উত্তর চক্রের পোলেরহাট ১ নম্বর অঞ্চলের নয়াবাদ, স্বস্ত্যায়নগাছি, খয়েরপুর ও কেশেরাইট গ্রামের প্রাথমিক বিদ্যালয় গুলো ঘুরে দেখেন আপনজন পত্রিকার প্রতিনিধি। দুপুর ১২ টা নাগাদ প্রথমে পূর্ব নয়াবাদ প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় তালা ঝুলছে বিদ্যালয়ে। দুপুর ১২.৩০ নাগাদ নয়াবাদ প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও ধরা পড়ে একই ছবি।১ টা নাগাদ খয়েরপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয় খোলা কিন্তু পড়ুয়া নেই। অবশ্য স্বস্ত্যায়নগাছি ও কেশেরাইট প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার পাশাপাশি পড়ুয়াদের উপস্থিতিও চোখে পড়ে। জয়নগর প্রাথমিক বিদ্যালয়ও খোলা এবং ছাত্রছাত্রীদের উপস্থিত ছিল বলে খবর নিয়ে জানা গেছে। বিষয়টি নিয়ে আপনজন পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হয় ভাঙড় উত্তর চক্রের ভারপ্রাপ্ত বিদ্যালয় উপ পরিদর্শক সৌমিক সরকারের সঙ্গে। মুঠো ফোনে তিনি আপনজন প্রতিনিধিকে বলেন, বন্ধ থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ডেকে পাঠানো হবে। কেন তারা নিজেদের ইচ্ছা মতো বিদ্যালয় বন্ধ রাখলেল তার কারণ জিজ্ঞাসা করা হবে। যথাযথ উত্তর না মিললে ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুর রহিম মোল্লার কাছে আপনজন জানতে চাইলে তিনি মুঠো ফোনে বলেন, আমি এই দফতরে নতুন আমার দফতর সম্পর্কে জানতে বুঝতে একটু সময় লাগবে। সরকারি নিয়ম অনুযায়ী যদি ছুটি না থাকে তাহলে ওরা স্কুল বন্ধ রেখে ভুল করেছে। বিষয়টি নিয়ে এসআই -র সঙ্গে কথা বলব।আপনজনের পক্ষ থেকে ভাঙড় ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্তিক চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠো ফোনে তিনি জানান, বিষয়টি এসআই কে খতিয়ে দেখতে বলেছি। অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বন্ধ থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আপনজন প্রতিনিধি যোগাযোগ করতে পারেননি। ফলে তাদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct