আপনজন ডেস্ক: ইউক্রেনকে ২ কোটি ৪৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির জন্য আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে যুক্তরাজ্যের নেতৃত্বে পরিচালিত তহবিলে এ সহায়তার অর্থ দেওয়া হবে।রোববার (১৭ সেপ্টেম্বর) কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার এ ঘোষণা দিয়েছেন।এক বিবৃতিতে ব্লেয়ার বলেন, গত জুন মাসে কিয়েভের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৫০ কোটি কানাডীয় ডলার মূল্যের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন। এর অংশ হিসেবে ওই বরাদ্দ দেওয়া হচ্ছে। কানাডায় অনেক ইউক্রেনীয় প্রবাসীর বসবাস করেন। ইউক্রেনের পক্ষে দেশটি সোচ্চার ভূমিকা পালন করে থাকে।২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৮০০ কোটি কানাডীয় ডলার সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে কানাডা। এর মধ্যে সামরিক সহায়তার পরিমাণ প্রায় ১৮০ কোটি কানাডীয় ডলার।ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য যুক্তরাজ্যের নেতৃত্বে একটি জোট তহবিল সংগ্রহ করছে। ওই জোটে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ডেনমার্কও আছে। তারা এ তহবিল দিয়ে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম কিনতে চায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct