সারিউল ইসলাম, ভগবানগোলা, আপনজন: ভগবানগোলা পিডাব্লুডি মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত রেল কর্তৃপক্ষ নোটিশ দেয়, ভগবানগোলা রেল কলোনি এলাকায় বসবাসকারী জনগণকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে রেলের জায়গা খালি করতে হবে নয়তো ২০ সেপ্টেম্বর রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করবে তাদের।ভগবানগোলা ২ ব্লকের আখেরীগঞ্জ এলাকার মানুষজন ভাঙ্গনে নিজেদের ঘরবাড়ি হারিয়ে ভগবানগোলা রেল স্টেশন সংলগ্ন রেলের জায়গা বা রেল কলোনিতে নিজেদের আশ্রয়স্থল গড়ে তোলে। সেখানে তারা প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছে বলে এলাকাবাসীদের দাবি। ভিটে হারা সেই মানুষগুলোকে উচ্ছেদ করার নোটিশের প্রতিবাদ জানিয়ে ভগবানগোলা এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভগবানগোলা পিডাব্লুডি ময়দানে সোমবার একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা থেকে ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী হুংকার দিয়ে বলেন, ‘যে নোটিশ দেওয়া হয়েছে সেটি বেআইনি নোটিশ। রেলকে মনে করিয়ে দিতে চাই, যদি কেউ কোনো জায়গায় ১২ বছরের অধিক সময় ধরে বসবাস করে তবে সেটা তার অধিকারে পরিণত হয়। সামনে দূর্গাপূজো, কালীপুজো, নবীদিবস সহ একাধিক খুশির অনুষ্ঠান আছে আর তার মধ্যে বিজেপির কথায় মানুষগুলোকে উচ্ছেদ করতে চাইছে তারা। যদি কেউ তাদের উচ্ছেদ করতে আসে তবে রক্তগঙ্গা বইবে। একটা মানুষকে এখান থেকে উচ্ছেদ করতে দেবো না’ প্রতিবাদ সভা থেকে রেলকে হুঁশিয়ারি দিয়ে এমনই মন্তব্য করেছেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct