নিজস্ব প্রতিনিধি, সাঁকরাইল, আপনজন: তিন নাবালক বন্ধু খেলাধুলো সেরে সাঁকরাইলে গঙ্গায় স্নান করতে নেমে বিশ্বকর্মা পূজার দিন তলিয়ে যায় তিন বন্ধু। তাদের একজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজন সোমবার বিকেলে পর্যন্ত নিখোঁজ। মাঝি এক কিশোরকে উদ্ধার করতে পেরেছেন। গঙ্গায় ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা বাহিনী নামিয়েও খোঁজ মেলেনি দুজনের। সোমবার তিন বন্ধু খেলাধুলো সেরে সাঁকরাইলের রাজগঞ্জ ঘাট থেকে গঙ্গায় স্নান করতে নামে। তখনই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, গঙ্গায় তলিয়ে যাওয়া দুই কিশোর হল বিনীত সিং ও প্রিয়াংশু সিং। বয়স ১৬-১৭ বছর।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, তলিয়ে যাওয়া দুই কিশোরের বাড়ি সাঁকরাইলের বানীপুর গ্রাম পঞ্চায়েতের হনুমানতলায়। একই পাড়ায় কাছাকাছি বাড়ি দুই কিশোরের। এরা দু’জনেই স্কুলের ছাত্র। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। প্রথমে তারা গঙ্গায় ডুবুরি নামিয়ে দু’জনকে উদ্ধারের চেষ্টা করে। গঙ্গায় নেমে তল্লাশি শুরু করে। এক প্রত্যক্ষদর্শী জানালেন, “এদিন সকালে তিনটে ছেলে গঙ্গায় স্নান করছিল। হঠাৎ দেখি ওরা তলিয়ে যাচ্ছে। এদের মধ্যে একজনকে হাত নাড়তে দেখে এলাকারই বাসিন্দা এক মাঝি ঘাট থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে ছেলেটাকে জল থেকে টেনে তোলে। কিন্তু বাকি দুটো ছেলে নিমেষের মধ্যে কোথায় যেন তলিয়ে গেলে। সেইসময় গঙ্গায় ভরা জোয়ার থাকায় ডুবুরি নামিয়েও ওদের উদ্ধার করা যায়নি।’’স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, তিন কিশোরকে এদিন গঙ্গায় স্নান করতে দেখে মনে হয়েছে, এরা তিন জনের কেউই সাঁতার জানে না। কিন্তু তা সত্ত্বেও তারা কেন গঙ্গায় স্নান করতে নামল তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া কিশোরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct