আপনজন ডেস্ক: ২০২৪ অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিতে শুরু করেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের কোচ হ্যাভিয়ের মাচেরানো। এরই মধ্যে দল বাছাইয়ের কাজও শুরু করেছেন এই আর্জেন্টাইন কোচ। আগামী জানুয়ারিতে ভেনেজুয়েলায় শুরু হবে প্রি–অলিম্পিক টুর্নামেন্ট। লাতিন আমেরিকার ৯টি দেশ এই টুর্নামেন্টে অংশ নেবে। যেখানে শীর্ষ দুটি দেশ খেলবে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায়। বিশ্বকাপের পর এখন অলিম্পিকেও নিজেদের শ্রেষ্ঠত্ব ফেরাতে মরিয়া আর্জেন্টিনা। সেই লক্ষ্যে কাজ করছেন আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার সাবেক সতীর্থ মাচেরানো।অলিম্পিক ফুটবলে সাধারণত যেকোনো দেশের অনূর্ধ্ব–২৩ দল খেলে। তবে কোচ চাইলে দলে ২৩ বছরের বেশি ৩ জন খেলোয়াড় রাখতে পারেন। মাচেরানো সেই তিনজনের দুজন হিসেবে দলে পেতে চান মেসি ও দি মারিয়াকে। এর মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের কাছাকাছি রেখে অলিম্পিক মিশনের রাডারে থাকা খেলোয়াড়দের অনুশীলনও করিয়েছেন মাচেরানো। সে সময় দলের সঙ্গে থাকা মেসিকে আর্জেন্টিনা ও বলিভিয়া অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ উপভোগ করতেও দেখা গেছে।সম্প্রতি নিজের দল নির্বাচন নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা যুব দলের কোচ মাচেরোনা। যেকোনোভাবে মেসি ও দি মারিয়াকে নিজের দলে পাওয়ার আগ্রহ জানিয়ে মাচেরানো বলেছেন, ‘দুজন বিশ্বচ্যাম্পিয়নকে দলে পাওয়া অবশ্যই গর্বের বিষয় হবে। এমন খেলোয়াড় আছে, যারা কিছু বিষয় নির্ধারণ করে দিতে পারে। দলে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে পাওয়া হবে সম্মানের ব্যাপার।’আর্জেন্টিনার সর্বশেষ অলিম্পিক জয়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এ তিনজনের নাম। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনা জেতা সেই দলে খেলেছেন মেসি, দি মারিয়া ও মাচেরানো। যেখানে দি মারিয়ার গোলে ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল আর্জেন্টিনা। এখন মেসি–দি মারিয়ার শেষবেলায় মাচেরানো হয়তো সেই স্মৃতিটা আরেকবার ফেরাতে চান। তবে ক্লাব ফুটবলের ঠাসা সূচিতে শেষ পর্যন্ত মাচেরানোর মনের ইচ্ছা পূরণ হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।এমনকি অলিম্পিকের মূল পর্বে উত্তীর্ণ হওয়ার পর লিওনেল স্কালোনি যদি দলের কোচ হতে চান, তাতেও আপত্তি নেই মাচেরানোর, ‘যদি সে অলিম্পিক দলের কোচ হতে চায়, সেটা সে হতে পারে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct