আপনজন ডেস্ক: আলোচনাটা ছিল আগে থেকেই। সেটিই সত্য হলো। বিশ্বকাপের আগে ভারতের ওয়ানডে দলে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিসিআই। অশ্বিন আছেন এ সিরিজের দলে। রাখা হয়েছে এশিয়া কাপের ফাইনালে দলে থাকা ওয়াশিংটন সুন্দরকেও। প্রথম দুই ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও কুলদীপ যাদবকে। এ দুই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। প্রথম দুই ওয়ানডের দলে আছেন রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা ও প্রসিধ কৃষ্ণাও। তবে তৃতীয় ওয়ানডেতে ফিরবেন রোহিতরা। সে ম্যাচের জন্য বিশ্বকাপের ১৫ জনের সঙ্গে দলে রাখা হয়েছে অশ্বিন ও ওয়াশিংটনকে। অশ্বিন সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে। ১১৩ ওয়ানডেতে এ অফ স্পিনারের উইকেট ১৫১টি। ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে খেললেও গত আসরে ছিলেন না তিনি। যদিও মাঝে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন, কিন্তু এবারের বিশ্বকাপ দলে রাখা হয়নি তাঁকে। ভারতের বিশ্বকাপ দলে স্বীকৃত কোনো অফ স্পিনারই নেই। ২২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ সেপ্টেম্বর।
প্রথম দুই ওয়ানডের দল : লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক বর্মা, প্রসিধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।
তৃতীয় ওয়ানডের দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct